ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিকেলে দেশে পৌঁছাবে শহীদ হাদির মরদেহ

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:০৮:৩২
বিকেলে দেশে পৌঁছাবে শহীদ হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রণী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ।

খবরটি নিশ্চিত করেছেন এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বেলা ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হবে এবং সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এর আগে ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অস্ত্রোপচার শেষে তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত এবং আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে