ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

২০২৫ ডিসেম্বর ১৮ ২১:৪৩:২৪
ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রথমবারের মতো একজন নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নুজহাত আনোয়ারের এই নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসইর ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ এর আগে আর কোনো নারী এই গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আসীন হননি।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, নুজহাত আনোয়ারের পেশাদারী জীবন দুই দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত, যেখানে তিনি ব্যাংকিং, আর্থিক বাজার এবং উন্নয়ন অর্থায়ন খাতে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-তে বিভিন্ন জ্যেষ্ঠ পদে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধির দায়িত্ব উল্লেখযোগ্য।

আইএফসির প্রতিনিধি হিসেবে বতসোয়ানা ও নামিবিয়াতে কাজ করার সময় তিনি গ্যাবোরোনে প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থান তৈরি করেন এবং দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখেন। ট্রেজারি, মূলধন ব্যবস্থাপনা এবং মার্কেট অ্যাডভোকেসিতে বিশেষ পারদর্শী এই কর্মকর্তা করোনা মহামারীর মতো বৈশ্বিক সংকটকালীন সময়েও অত্যন্ত সাহসিকতার সাথে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে পোর্টফোলিও অপ্টিমাইজেশন ও বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো জটিল কাজগুলো সাফল্যের সাথে সম্পন্ন করার নজির রয়েছে।

আন্তর্জাতিক সংস্থায় যোগদানের আগে নুজহাত আনোয়ার দেশের ব্যাংকিং খাতে ১৬ বছর অতিবাহিত করেছেন। তিনি সিটিব্যাংক এনএ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবস্থাপক পদে কাজ করেছেন। বেসরকারি ব্যাংকিং খাতের এই দীর্ঘ পথচলা তাঁকে করপোরেট ও আর্থিক খাতের গতিপ্রকৃতি ও জটিলতাগুলো নিবিড়ভাবে বুঝতে বিশেষভাবে সাহায্য করেছে। পেশাগত জীবনে তিনি সবসময়ই কৌশলগত নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিতে গুরুত্ব দিয়েছেন।

নুজহাত আনোয়ারের উচ্চশিক্ষা সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখান থেকে তিনি বাণিজ্য (অর্থায়ন) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একাডেমিক গভীরতা এবং বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এখন দেশের প্রধান শেয়ারবাজার-এর আধুনিকায়ন, কাঠামোগত সংস্কার এবং সামগ্রিক উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে