ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তায় ইসির কড়া নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ১৮ ১৯:৪৪:৫৯
রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তায় ইসির কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসসমূহে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বরাষ্ট্রসচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হয়েছে এবং ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অফিসসমূহে গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি, মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিশ্চিত করা অত্যাবশ্যক।

নির্বাচন কমিশন এই অফিসসমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সদয় নির্দেশ দিয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষাও নিশ্চিত করতে বলা হয়েছে।

অপর দিকে, নির্বাচনকালীন নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তা প্রদান করারও নির্দেশ দিয়েছে কমিশন। ইসির আইন শাখা ইতিমধ্যে এই নির্দেশনা সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের কাছে প্রেরণ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনের সময় নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর দুজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করতে হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে