ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিভিডেন্ড অনুমোদন করেছে বিডিকম অনলাইন

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:৩৩:১৩
ডিভিডেন্ড অনুমোদন করেছে বিডিকম অনলাইন

নিজস্ব প্রতিবেদক: বিডিকম অনলাইন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। একই সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদনও গ্রহণ ও অনুমোদিত হয়েছে।

সভাটি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক কুররাততুল আইন সিদ্দিকী, মোঃ শফিকুল আলম, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান (অবসরপ্রাপ্ত) এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। এছাড়াও প্রধান আর্থিক কর্মকর্তা ফাকের আহমেদ এফসিএ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন।

কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুমোদিত ডিভিডেন্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। সভায় কোম্পানির টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের গুরুত্বও আলোচনা করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে