ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আল-আরাফাহ ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লাহ খান

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:০৪:৩৪
আল-আরাফাহ ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. রাফাত উল্লাহ খানকে নিয়োগ করেছে। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই নিয়োগের মেয়াদকাল হবে আগামী তিন বছর। এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

মো. রাফাত উল্লাহ খানের ব্যাংকিং ক্যারিয়ার দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময়ের। তিনি ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর পেশাজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংকের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনে ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা পরিচালনা এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্টসহ ইসলামী ও প্রচলিত (কনভেনশনাল) উভয় ধারার ব্যাংকিং নীতি প্রণয়নে গভীর অভিজ্ঞতা রয়েছে।

শিক্ষাজীবনে মো. রাফাত উল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। ব্যাংকিং খাতের এই দক্ষ ব্যক্তিত্বের হাত ধরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সামনের দিনগুলোতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে