ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিশ্বের সর্বোচ্চ ভবনে আকস্মিক বজ্রপাত

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:৪১:৪৬
বিশ্বের সর্বোচ্চ ভবনে আকস্মিক বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক: ঝড়-বৃষ্টির রাতে দুবাইয়ের আকাশে এক নাটকীয় দৃশ্যের সাক্ষী হয়েছে বিশ্ব। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাতের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি শেয়ার করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই এমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম।

গতকাল থেকে দুবাইয়ে শুরু হয় টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়া। বৈরী এই আবহাওয়ার মধ্যেই বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাত ঘটে। বজ্রঝলকে আলোকিত ভবনের সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বজ্রপাতে ভবনটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আধুনিক প্রকৌশল ও বিশেষ প্রযুক্তির মাধ্যমে বুর্জ খলিফাকে এমনভাবে নকশা করা হয়েছে, যাতে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সামাল দেওয়া যায়।

বজ্রপাতের ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে দুবাইয়ের ক্রাউন প্রিন্স বাসিন্দাদের সতর্ক করেন। তিনি জানান, সামনে আরও বৃষ্টিবহুল দিন আসতে পারে এবং সে অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাই ও আশপাশের অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

উল্লেখ্য, ১৬৩ তলা বিশিষ্ট বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। এর উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট, যা দুবাইয়ের আকাশরেখাকে বিশ্বজুড়ে পরিচিত করেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে