ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৫ কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ

২০২৫ ডিসেম্বর ১৬ ১৮:৩১:০৪
৫ কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা নভেম্বর মাসে তাদের কোম্পানির শেয়ার কিনেছেন। আলোচ্য মাসে উদ্যোক্তা পরিচালকরা ০.১০ শতাংশের নিজ নিজ কোম্পানির শেয়ার কিনেছেন। যার ফলে এসব কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলো হলো— এসিআই লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার, ক্রাউন সিমেন্ট, প্রাইম ব্যাংক ও সালভো কেমিক্যাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এসিআই লিমিটেড

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৪৩টি। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের হাতে মোট শেয়ারের ৪৫.৭৭ শতাংশ থাকলেও নভেম্বর মাসে তা ০.৩০ শতাংশ বেড়ে ৪৬.০৭ শতাংশে দাঁড়ায়। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪.৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.৪৩ শতাংশ শেয়ার।

অ্যাপেক্স ফুটওয়্যার

এপেক্স ফুটওয়্যারের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬টি এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩০.৬০ শতাংশ, যা নভেম্বর মাসে ০.৯০ শতাংশ বেড়ে ৩১.৫০ শতাংশে উন্নীত হয়। এ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

ক্রাউন সিমেন্ট

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের হাতে মোট শেয়ারের ৫২.২২ শতাংশ থাকলেও নভেম্বর মাসে তা ১.৩৩ শতাংশ বেড়ে ৫৩.৫৫ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮.৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭.৮১ শতাংশ শেয়ার।

প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ ছিল ৩৫.৯৫ শতাংশ, যা নভেম্বর মাসে ২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮.৩৫ শতাংশে পৌঁছেছে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩.৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.০৬ শতাংশ শেয়ার।

সালভো কেমিক্যাল

সালভো কেমিক্যালের মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩টি। অক্টোবর মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ২৫.১৮ শতাংশ, যা নভেম্বর মাসে ২.৯২ শতাংশ বেড়ে ২৮.১০ শতাংশে দাঁড়ায়। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩.৫৭ শতাংশ শেয়ার।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে