ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএম এর ভেন্যু পরিবর্তন করল মনোস্পুল বিডি

২০২৫ ডিসেম্বর ১৮ ১৮:৫৩:১০
এজিএম এর ভেন্যু পরিবর্তন করল মনোস্পুল বিডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি তাদের আসন্ন ৩৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে বোর্ড অব ডিরেক্টরস সভার ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই সভাটি কোম্পানির করপোরেট অফিস (প্লট নং ৩১৪/এ, রোড নং ১৮, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা) ঠিকানায় হওয়ার কথা ছিল। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩৮তম এজিএম এখন ‘দ্য অ্যাট্রিয়াম রেস্টুরেন্ট, ৫০ ও ৫২ প্রগতি সরণি, ব্লক-জে, বারিধারা, ঢাকা-১২১২’ ঠিকানায় অনুষ্ঠিত হবে।

ভেন্যু পরিবর্তন হলেও সভার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। কোম্পানির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এজিএমের নির্ধারিত তারিখ, সময় এবং সভার নোটিশে থাকা অন্যান্য সকল তথ্য বা বিষয়বস্তু আগের মতোই অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারদের কেবল নতুন নির্ধারিত ঠিকানায় সভায় যোগ দিতে হবে।

এর আগে কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা, আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৯৮ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৪ টাকা ১৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৫ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, বেলা ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এই সভায় শেয়ারহোল্ডারদের সম্মতির মাধ্যমে সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড ও বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে