ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের সহায়তায় ডিএসইতে বিশেষ ইনফরমেশন হেল্প ডেস্ক

২০২৫ ডিসেম্বর ১৮ ২২:০৪:৫৬
বিনিয়োগকারীদের সহায়তায় ডিএসইতে বিশেষ ইনফরমেশন হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের তথ্যসেবা আরও কার্যকর এবং সহজলভ্য করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের কার্যালয়ে একটি ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন করেছে। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার যাত্রা শুরু হয়। মূলত শেয়ারবাজার সংক্রান্ত যাবতীয় তথ্যের আদান-প্রদান আরও গতিশীল করতেই ডিএসই এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট যেকোনো তথ্য পাওয়া এখন আরও সহজ হবে। বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীজনরা তাদের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান এখন থেকে আগের চেয়ে দ্রুত ও কার্যকরভাবে পাবেন।

আসাদুর রহমান আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি ডিএসইর সেবামূলক কার্যক্রমকে আরও স্বচ্ছ এবং গ্রাহকবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করবে। এর ফলে তথ্য প্রাপ্তির জটিলতা কমে আসবে এবং বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার ড. আসিফুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সামিউল ইসলাম এবং চিফ রেগুলেটরি অফিসার মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। তারা মনে করেন, আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে একটি কেন্দ্রীয় হেল্প ডেস্ক বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে