ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:৫৫:৩৩
ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, হাদির মৃত্যুতে দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এর আগে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন।

যুক্তরাষ্ট্র দূতাবাস শোকবার্তায় উল্লেখ করেছে, হাদির মৃত্যুতে দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে শূন্যতা তৈরি হলো, তা দূর করতে সকলের একযোগে শান্তি ও সংহতির ওপর জোর দেওয়া প্রয়োজন। তারা হাদির পরিবার ও সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে