ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৫০ দিনের বিশ্বভ্রমণে ফিফা ট্রফি, গন্তব্যের তালিকায় বাংলাদেশও

২০২৫ ডিসেম্বর ১৮ ১৮:৪৭:৫৮
১৫০ দিনের বিশ্বভ্রমণে ফিফা ট্রফি, গন্তব্যের তালিকায় বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য এলো দারুণ আনন্দের খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফির আন্তর্জাতিক ট্যুর শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি, যা চলবে টানা ১৫০ দিন। এই দীর্ঘ সফরে বিশ্বকাপের আইকনিক ট্রফি ঘুরে বেড়াবে ৩০টি সদস্য দেশের ৭৫টি ভেন্যুতে, আর সেই সম্মানজনক তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।

ট্রফি ট্যুরের অংশ হিসেবে ১৪ জানুয়ারি ঢাকায় পা রাখবে বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। সেদিন দেশের ফুটবলভক্তরা খুব কাছ থেকে ট্রফিটি দেখার পাশাপাশি এর সঙ্গে স্মরণীয় ছবি তোলার সুযোগ পাবেন। কোকা-কোলা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, তাদের উদ্যোগেই এই ঐতিহাসিক ট্রফি বাংলাদেশে আসছে।

‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনে ফ্যানদের জন্য বিশেষ সুযোগ

ফুটবলপ্রেমীদের ট্রফি দেখার অভিজ্ঞতা আরও বিশেষ করে তুলতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের বিশেষ ক্যাম্পেইন। এতে অংশ নিতে হলে একটি এক লিটার কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যানের পর অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হবে ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে।

সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ–সংক্রান্ত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা পাবেন ট্রফি দেখার টিকিট, পাশাপাশি মিলবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার এক্সক্লুসিভ সুযোগ।

প্রতি ৯০ মিনিটে জয়ের চ্যান্স

কোকা-কোলা জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জয়ের সুযোগ থাকছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ নভেম্বর, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আগে ট্রফির বিশ্বভ্রমণ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দল, এবং ম্যাচ সংখ্যাও হবে আগের যেকোনো আসরের তুলনায় বেশি। একই সঙ্গে প্রথমবারের মতো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে