ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০২৫ জুন ০৩ ১৬:১০:৫৩
প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান। বাজেট উপস্থাপনের সময় তার বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

অর্থ উপদেষ্টা জানান, “বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বিশ্বের ৫৯টি দেশে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশের সব মিশনে পর্যায়ক্রমে ই-পাসপোর্ট, ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থার দিকে অগ্রগতি

উপদেষ্টা আরও বলেন, “স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের বিভিন্ন আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে। এর ফলে অভিবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ হবে।”

পুলিশ ভেরিফিকেশনে শিথিলতা

পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে আগে যে বাধ্যতামূলক পুলিশ প্রতিবেদন ছিল, তা এখন কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থ উপদেষ্টা। এতে নাগরিকরা আরও সহজে ও দ্রুত পাসপোর্ট পেতে পারবেন।

কারাগারে সংস্কার পরিকল্পনা

বাংলাদেশের কারাগার ব্যবস্থাকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন, ২০২৫’ প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।

সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সমঝোতা

অর্থ উপদেষ্টা বলেন, “ট্র্যান্সন্যাশনাল সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে