ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েতপ্রবাসীদের জন্য বিশাল সুখবর

২০২৫ মে ২১ ১৬:৩৭:০৫
কুয়েতপ্রবাসীদের জন্য বিশাল সুখবর

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখন থেকে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।

মঙ্গলবার (২১ মে) দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায় আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই সুযোগ থাকছে।

এতে বলা হয়, যেসব প্রবাসী এখনো জাতীয় পরিচয়পত্র (NID) সংগ্রহ করেননি, তারা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে ৩০ জুনের পর থেকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই পাসপোর্ট সংশোধন করা যাবে।

এই সিদ্ধান্তে বহু প্রবাসী বাংলাদেশির জন্য পাসপোর্ট সংশোধনের প্রক্রিয়া সহজ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে