ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

২০২৫ ডিসেম্বর ১৮ ১৮:১৭:৩৪
খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশবিরোধী সন্ত্রাসে ভারতের ভূমিকার অভিযোগ তুলে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সংগঠনের নেতাকর্মীরা নগরীর সামসুর রহমান রোডে অবস্থিত হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে তারা হাদি হত্যার বিচার, ভারতে আশ্রয় নেওয়া অভিযুক্তদের প্রত্যাবর্তন এবং ভারতের প্রতি প্রতিবাদ জানায়।

বক্তারা অভিযোগ করেন, আধিপত্যবাদ বিরোধী নেতা হাদিকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে এবং এসব সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বলেন, হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের পথ দেখিয়েছেন এবং তার রক্ত বৃথা যাবে না।

সমাবেশে আরও বলা হয়, বাংলাদেশের ওপর কোনো ধরনের আধিপত্য বা চাপ মেনে নেওয়া হবে না। বক্তারা হুঁশিয়ারি দেন, ভারতে আশ্রয় নেওয়া অভিযুক্তদের ২৫ ডিসেম্বরের মধ্যে ফেরত না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা খুলনার রয়েল মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে অগ্রসর হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ব্যারিকেড দেওয়া হয়।

কিছু সময় হাইকমিশনের সামনে অবস্থান নেওয়ার পর বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা আবার মিছিল নিয়ে রয়েল মোড় চত্বরে ফিরে যান এবং সেখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে