ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

আজ ইতালি ভিসায় আসছে বড় সিদ্ধান্ত

২০২৫ মে ০৫ ১২:৩৩:০৫
আজ ইতালি ভিসায় আসছে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ইতালিতে বৈধভাবে কর্মসংস্থানের আশায় অপেক্ষায় থাকা প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মীর ভাগ্য নির্ধারিত হতে পারে আজ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি দুইদিনের সফরে আজ ঢাকা আসছেন। সফরে বৈধ অভিবাসন, ভিসা জটিলতা এবং নতুন এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষরসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আগামীকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির অভিবাসনবিষয়ক এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ধাপে ধাপে লক্ষাধিক দক্ষ ও অদক্ষ কর্মী ইতালিতে পাঠানোর পথ খুলে যাবে।

তবে ইতালিতে যাওয়ার অপেক্ষায় থাকা হাজারো কর্মী দালালদের কারণে ভিসা জটিলতায় পড়েছেন। ইতালি অভিযোগ করেছে, অনেক আবেদনকারীর কাগজপত্র ভুয়া, যার কারণে যাচাই-বাছাইয়ে দীর্ঘ সময় লাগছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে অবৈধ অভিবাসন ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। ইতালির নতুন নীতির আওতায় অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের আলবেনিয়ায় ফেরত পাঠানো শুরু হয়েছে। এই কঠোর নীতি যাতে বাংলাদেশের বৈধ অভিবাসীদের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকেও নজর দেবে বাংলাদেশ।

মুয়াজ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে