ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৭১ এ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে: ফখরুল

২০২৫ ডিসেম্বর ১৬ ১২:২৪:১১
৭১ এ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী শক্তিগুলো আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তবে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাসী বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত প্রতিহত করবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে—ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এ কারণেই দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। বিজয় দিবসে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছেন তারা।

তিনি আরও জানান, এই সমাধিস্থলে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা শপথ নিয়েছেন—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই বিএনপি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে, তা আরও দৃঢ়ভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের নির্ভীক প্রহরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

একই সঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে নির্বাসিত অবস্থায় বিদেশে রয়েছেন। বিএনপির প্রত্যাশা, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে—এই লক্ষ্যেই দল কাজ করে যাচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে