ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির ওপর হামলায় অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ১৬ ১০:২৭:৪০
হাদির ওপর হামলায় অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১১ জানায়, সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে কবির ওরফে ‘দাতভাঙ্গা কবির’কে আটক করা হয়। রাত ১২টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, গ্রেপ্তার কবিরকে আজ মঙ্গলবার পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় থাকা ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করছেন, হামলার সময় মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ফয়সাল করিম। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

এই মামলায় এরই মধ্যে ফয়সাল করিমের স্ত্রী পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমাসহ মোট ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তার কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। ফয়সাল করিমের বাড়িও একই জেলায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়—গত ৫ ডিসেম্বর কবির, ফয়সাল করিমের সঙ্গে বাংলামোটরে অবস্থিত ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে যান। ফুটেজ দেখানোর পর কবির তার উপস্থিতির বিষয়টি স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, কবির রাজধানীর আদাবর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক। হামলার পর তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকার একটি ইটভাটার ছনের ঘরে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেন, কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক তথ্য পাওয়া গেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে