ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৭৬ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ, অভিযুক্ত ৭

২০২৫ ডিসেম্বর ১৫ ১৯:৪৯:২২
১৭৬ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ, অভিযুক্ত ৭

নিজস্ব প্রতিবেদক: শুল্ক সুবিধার অপব্যবহার ও জাল কাগজপত্রের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব আত্মসাতের অভিযোগে সাবেক তিন কাস্টমস কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, এসব অপরাধে সরকারের প্রায় ১৭৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের অনুমোদিত প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জাল দলিল তৈরি এবং কম শুল্কহারযুক্ত পণ্যের ঘোষণা ব্যবহার করে সরকারের প্রায় ৮০ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা রাজস্ব আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক, সি অ্যান্ড এফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তাসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় চার্জশিটে চীন থেকে বিভিন্ন ভোগ্যপণ্য আমদানির নামে ভুয়া ঘোষণা, কম শুল্কের এইচএস কোড ব্যবহার ও জাল নথিপত্রের মাধ্যমে প্রায় ৯৪ কোটি ৬১ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেন। ভুয়া জাহাজি দলিল তৈরি ও ব্যবহার করে তাঁরা পরিকল্পিতভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন।

প্রথম মামলার চার্জশিটে গ্যানী ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ কাসিফ ফোরকান, মেসার্স সাই অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল চৌধুরী, সাবেক রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম এবং আমদানিকারক শওকত আনোয়ার চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় সাবেক রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির ও মুজিবুর রহমানের পাশাপাশি সাদমান এন্টারপ্রাইজের মালিক মো. আবুল হাসনাত সোহাগকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে