ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মার্কিন সেনা হ-ত্যার ঘটনায় প্রতিশোধের ঘোষণা ট্রাম্পের

২০২৫ ডিসেম্বর ১৪ ১৩:৫৫:৫৪
মার্কিন সেনা হ-ত্যার ঘটনায় প্রতিশোধের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পালমায়রা এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এই ঘটনায় তিন মার্কিন নাগরিকের মৃত্যুর পর আইএসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৩ ডিসেম্বর) সংঘটিত ওই হামলায় আইএসের এক সদস্য আকস্মিকভাবে আক্রমণ চালায়। সে সময় নিহত মার্কিন সেনারা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা টহলে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।

হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিরিয়ায় তিনজন সাহসী ও দেশপ্রেমিক মার্কিন নাগরিকের মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোকাহত। নিহতদের মধ্যে দুজন সেনা এবং একজন দোভাষী ছিলেন। তিনি জানান, হামলায় আহত আরও তিনজন বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, এটি শুধু যুক্তরাষ্ট্রের ওপর নয়, বরং সিরিয়ার বিরুদ্ধেও একটি সন্ত্রাসী আক্রমণ। ঘটনাস্থলটি সিরিয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। তিনি দাবি করেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারা এই হামলায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর দীর্ঘদিনের শাসক **বাসার আল-আসাদ**কে ক্ষমতা থেকে সরিয়ে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আহমেদ আল-সারার নেতৃত্বাধীন ইসলামপন্থি রাজনৈতিক শক্তি। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও **সিরিয়া**র মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। গত মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন আল-সারা।

বিশ্লেষকদের মতে, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর চালানো এটিই প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা।

সিরিয়ার এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলার সময় সিরীয় ও মার্কিন সামরিক কর্মকর্তারা আলোচনায় ব্যস্ত ছিলেন। পালমায়রার একটি সামরিক ঘাঁটির ভেতরেই এই আক্রমণ ঘটে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, যে এলাকায় হামলাটি হয়েছে সেটি এখনও সিরিয়ার বর্তমান সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে