ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড ভিসা’

২০২৫ ডিসেম্বর ১১ ১০:৫০:৫৭
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড ভিসা’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিতে আগ্রহী ধনীদের জন্য বিশেষ ভিসা কর্মসূচি ‘ট্রাম্প গোল্ড ভিসা’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ট্রাম্প প্রশাসন। নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিষয়টি প্রথম প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নতুন কর্মসূচির বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

ট্রুথ সোশ্যাল বার্তায় ট্রাম্প লেখেন, “যোগ্য ও যাচাইকৃত আবেদনকারীদের জন্য বড় খবর—ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ তৈরি করবে। পাশাপাশি আমাদের অসাধারণ মার্কিন কোম্পানিগুলোও তাদের দক্ষ কর্মী ধরে রাখার সুযোগ পাবে।”

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, এই ভিসার আবেদন করতে হলে আগ্রহীদের প্রথমে TrumpCard.gov ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। অনলাইন ফরম পূরণ ও জমা দেওয়ার সময় ১৫ হাজার ডলার ফি জমা দিতে হবে, যা ভিসা প্রসেসিংয়ের অংশ হিসেবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গ্রহণ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা।

প্রাথমিক যাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে, এরপর ভিসা পাওয়ার শর্ত হিসেবে দিতে হবে আরও ১০ লাখ ডলার—যাকে ওয়েবসাইটে ‘উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকার সমান। ওয়েবসাইটের ভাষ্যমতে, এই গোল্ড ভিসাধারীরা গ্রিন কার্ডধারীদের মতোই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কর্মসংস্থানের সুযোগ পাবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, “মূলত এটি গ্রিন কার্ডেরই উন্নত সংস্করণ। প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে এটি বেশি শক্তিশালী, আরও সুবিধাজনক এবং নাগরিকত্ব পাওয়ার উত্তম পথ।”

সম্পর্কিত আরেকটি তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে বলেন, ওয়েবসাইটের প্রাক-নিবন্ধন পর্যায়েই প্রায় ১০ হাজার মানুষ গোল্ড ভিসার আবেদন করেছেন। তার মতে, আবেদন সংখ্যা আরও দ্রুত বাড়বে।

লুটনিক আরও বলেন, “আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার কার্ড বিক্রি করতে পারব এবং এ থেকে শত শত কোটি ডলার আয় সম্ভব হবে।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে