ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

সত্য হচ্ছে মহানবীর ভবিষ্যৎবাণী

২০২৫ অক্টোবর ০৫ ১০:৩৬:৪২
সত্য হচ্ছে মহানবীর ভবিষ্যৎবাণী

নিজস্ব প্রতিবেদক : মহানবী যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ সেগুলো একে একে সত্য প্রমাণিত হচ্ছে। প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার মধ্যে যে বিপর্যয় এবং সংকট তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, তা আমাদের চোখের সামনে ধ্বংসাত্মক আকার ধারণ করেছে। ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর ভয়াবহ শুকিয়ে যাওয়া, খেজুর বনের সংকট, এবং মৌমাছিদের জীবনসংগ্রাম — এগুলো সবই সেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। আসুন, এই অনন্য ও ভাবপ্রবণ ঘটনাবলীকে গভীরভাবে বিশ্লেষণ করি যা আমাদের সতর্ক করছে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার প্রয়োজনীয়তার বার্তা নিয়ে।

ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বর্তমানে শুকিয়ে যাচ্ছে। এর ফলে নদী তীরের বিশাল খেজুর বন এবং মৌমাছিদের জীবনচক্র মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী বর্তমানে শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং বাঁধ নির্মাণসহ মানুষের কার্যকলাপকে এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

একসময় এই অঞ্চলে প্রায় ১৬ মিলিয়ন খেজুর গাছ ছিল, কিন্তু বর্তমানে মাত্র ৩ মিলিয়ন গাছ অবশিষ্ট আছে। এই খেজুর গাছগুলো ছিল মৌমাছিদের প্রধান খাদ্যের উৎস। নদীর পানি কমে যাওয়ায় মৌমাছিদের খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং এর ফলে গত বছর ৩০ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে কমে ১২ টন উৎপাদিত হয়েছে। এই মৌসুমে তা আরও কমে ৬ টনে নামার আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত উচ্চ তাপমাত্রা, যেখানে গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছায়, তা মৌমাছিদের জীবন ধারণের জন্য হুমকি সৃষ্টি করছে।

বসরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মৌচাষী মাহমুদ শাকের জানান, মৌমাছিদের পরিষ্কার পানি প্রয়োজন, যা এই অঞ্চলে সহজলভ্য নয়। পানির অভাবে মৌমাছিরা মৃত্যুর মুখে পড়ছে। নোনা পানি নদীতে প্রবেশ করায় পানির লবণাক্ততা বেড়ে গেছে, যা মৌমাছিদের জীবনধারণ ও মধু উৎপাদনে বাধা সৃষ্টি করছে। লবণাক্ত পানির প্রভাবে শহরে প্রায় ২ হাজার মৌচাক নষ্ট হয়েছে, যার ফলে অনেক মৌচাক মালিক জীবিকা হারিয়েছেন।

যুদ্ধ ও সংঘাতের পর ইরাকের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানি সংকট। এই ঘটনা জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের সম্পর্ককে স্পষ্ট করে তোলে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে