ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

৬ ঘণ্টার মাথায় সরানো হলো বিসিবির সেই বিতর্কিত পরিচালককে

২০২৫ অক্টোবর ০৭ ০৮:৪৩:০৮
৬ ঘণ্টার মাথায় সরানো হলো বিসিবির সেই বিতর্কিত পরিচালককে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে আসা বিতর্কিত আওয়ামী লীগ নেতা ইসফাক আহসান কে মাত্র ছয় ঘণ্টার মধ্যে এনএসসি সরিয়ে দেয়। তিনি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র থাকার কারণে সমালোচনার মুখে পড়েন এবং এনএসসির পক্ষ থেকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম সংবাদ মাধ্যমে জানান, নতুন পরিচালক দেবার আগে রাজনৈতিক বিতর্ক এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসফাক আহসান আগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন। তিনি ১২তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেয়েছিলেন এবং তার প্রচার-প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে।

নজরুল ইসলাম বলেন, ‘আমরা আগে এতটা খোঁজখবর নেইনি, এখন বুঝতে পারছি আমাদের ডিটেইলস নেওয়া উচিত ছিল।’ ইসফাকের পদত্যাগের পর বিসিবিতে পরিচালক হিসেবে নতুন কারো নিয়োগ এখনও ঘোষিত হয়নি, তবে সে ঘোষণা আজই আসবে বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে