ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রতারণামুক্ত শেয়ারবাজারের বার্তা নিয়ে শুরু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

২০২৫ অক্টোবর ০৬ ২১:২৩:০১
প্রতারণামুক্ত শেয়ারবাজারের বার্তা নিয়ে শুরু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং আস্থা নিশ্চিত করার দৃঢ় বার্তা নিয়ে আজ, রবিবার (৬ অক্টোবর ২০২৫), রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে শুরু হলো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ–২০২৫’।

International Organization of Securities Commissions (IOSCO)-এর সদস্য হিসেবে বাংলাদেশ ২০১৭ সাল থেকে এই গুরুত্বপূর্ণ সপ্তাহটি উদযাপন করে আসছে। বৈশ্বিক প্রতিপাদ্য হিসেবে বিএসইসি এবার 'প্রতারণা ও কেলেঙ্কারি প্রতিরোধ' (Fraud & Scam Prevention)-কে বেছে নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার মো. আলী আকবর জোর দিয়ে বলেন, "বিনিয়োগকারীদের সুরক্ষা কেবল নিয়ন্ত্রক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। জালিয়াতি প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জবাবদিহির সংস্কৃতিও তৈরি করতে হবে।" তিনি জানান, বিনিয়োগকারীদের শিক্ষিত ও সক্ষম করতে কমিশন নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার এবং আর্থিক খাত বিশ্লেষক ইয়াওয়ার সাইদ। বক্তারা জালিয়াতির ধরন, প্রতিরোধে বিএসইসি-এর পদক্ষেপ এবং এনফোর্সমেন্ট বা শাস্তিমূলক কার্যক্রমকে কঠোর করার উপর গুরুত্বারোপ করেন।

আধুনিক আইন ও কঠোর শাস্তির দাবিপ্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান একটি যুগোপযোগী ও আধুনিক শেয়ারবাজার আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, “'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩' এবং 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯' একীভূত করে একটি নতুন আইন আনা সময়ের দাবি।” তিনি আর্থিক জালিয়াতি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দুদক ও বিএফআইইউসহ অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নিশ্চিত করেন যে, কমিশন ইতোমধ্যেই উল্লিখিত দুটি আইন একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও জানান, অতীতের অনিয়ম ও জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ইতোমধ্যে সাতটি মামলায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতারণা রোধে প্রযুক্তির ব্যবহারচেয়ারম্যান জানান, প্রতারণা প্রতিরোধে বিএসইসি প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। সব ব্রোকারকে এখন সমন্বিত ও অপরিবর্তনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যারের আওতায় আনা হয়েছে। পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ড খাতের সুশাসন এবং তালিকাভুক্ত কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করতেও কার্যক্রম চলছে।

তিনি দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বিনিয়োগের সঙ্গে যুক্ত করার জন্য একটি আধুনিক, নিরাপদ ও প্রতারণামুক্ত শেয়ারবাজার গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে ডিএসই, সিএসই, ডিবিএ ও সিডিবিএল-এর যৌথ উদ্যোগে আগামী ৮ অক্টোবর "Empowering Investors through Emerging Technology & Digital Finance" এবং ১২ অক্টোবর বিএআইসিএম "Financial Statement Analysis and Its Relevance in Machine Learning-based Stock Price Prediction" শীর্ষক সেমিনার ও কর্মসূচি আয়োজন করবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে