ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আইএসপিআরের সতর্কবার্তা

২০২৫ অক্টোবর ০৬ ১৮:১৮:২৪
সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আইএসপিআরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে সেনাবাহিনী সদস্যদের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন এবং এর আইনি কাঠামো ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। এতে সিআরপিসি’র ১২৭–১৩২ ধারা ও সেনাসদস্যদের দায়মুক্তি সংক্রান্ত বিধান এবং সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর মধ্যে বিরাজমান আইনি দ্বন্দ্বের প্রসঙ্গ উঠে আসে।

সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের আইনি সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তবে তিনি গুম, খুন বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের দায়মুক্তির পক্ষে কোনো বক্তব্য দেননি বলে স্পষ্টভাবে জানানো হয় আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল—বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি—এই বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন, যা সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ও দূরত্ব সৃষ্টির অপচেষ্টা।

আইএসপিআর সাধারণ জনগণকে এসব বিভ্রান্তিকর ও অসত্য প্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে