ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

২০২৬ জানুয়ারি ১১ ১২:০২:০১
আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, মরিয়ম বেগমকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মরিয়ম বেগম আনোয়ারা উপজেলার রাজনীতিতে একসময় প্রভাবশালী ছিলেন। ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার আসামি হয়ে ছয় মাস কারাভোগ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পরে ২০১৪ সালে খালাস পান।

রাজনীতিতে তার পদক্ষেপগুলোতে ২০১১ সালে বৈরাগ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রথমবার ও ২০১৯ সালে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে