ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

২০২৫ অক্টোবর ০২ ১৬:৪১:৫০
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

নিজস্ব প্রতিবেদক : গাজার নিরস্ত্র জনগণের জন্য পাঠানো মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি বাধার মুখে পড়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এই ঘটনাকে সরাসরি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে ইতোমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি বিষয়টিকে গভীর সহানুভূতির সঙ্গে দেখেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি দোয়া করে লেখেন, "প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।"

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ত্রাণ নিয়ে যাত্রারত এই বহরের উপর ইসরায়েলি নৌবাহিনীর আক্রমণ হয়েছে। বুধবার গভীর রাতে ইসরায়েলি সেনারা বহরের কয়েকটি জাহাজে উঠে পড়ে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে জাহাজের ভেতরে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে। এরপর থেকে ফ্লোটিলার অনেক জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লোটিলার কিছু সদস্য নিজেরা মোবাইল ফোন নষ্ট করে দেন, যেন আটক হলে তাদের পরিচয় ও অবস্থান গোপন থাকে।

বর্তমানে জানা যাচ্ছে, ফ্লোটিলার অন্তত একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে, এবং আরও ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে, যতই তারা ইসরায়েলি জলসীমার কাছাকাছি যাচ্ছে, ততই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়ছে। এ মানবিক উদ্যোগে বিশ্বের ৪৪টি দেশের ৫০০ জনের বেশি মানুষ অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, সংসদ সদস্য, আইনজীবী ও স্বেচ্ছাসেবকরা।

এই প্রেক্ষাপটে, আজহারির আবেগঘন বার্তা মুসলিম বিশ্বে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং অনেকে এর মাধ্যমে গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে