ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হজ পালনে বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১২:৩০:৩২
হজ পালনে বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর (২০২৬ সালের) হজ পালনে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

ঘোষিত প্যাকেজসমূহ:

১. বিশেষ হজ প্যাকেজ:

 খরচ: ৭ লাখ ৫০ হাজার টাকা

 অন্তর্ভুক্ত: খাওয়া, কোরবানি, উন্নত সেবা ও আবাসন সুবিধা।

২. সাধারণ হজ প্যাকেজ:

 খরচ: ৫ লাখ ৫০ হাজার টাকা

 অন্তর্ভুক্ত: মৌলিক হজ সেবা, খাওয়া ও কোরবানি।

৩. সাশ্রয়ী হজ প্যাকেজ:

 খরচ: ৫ লাখ ১০ হাজার টাকা

 অন্তর্ভুক্ত: সীমিত সুবিধা সহ একটি কম খরচের প্যাকেজ।

বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত প্রতিটি প্যাকেজেই খাবার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতি সৌদি রিয়াল ৩২.৮৫ টাকা ধরে প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে। রিয়ালের দামে পরিবর্তন এলে খরচ সমন্বয় করা হবে।

গত বছর হাবের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দুইটি পৃথক পক্ষ নিজেদের মতো করে হজ প্যাকেজ ঘোষণা করেছিল।

সাধারণ হজ এজেন্সির মালিকদের পক্ষ:

 ▪️ সাধারণ প্যাকেজ: ৫ লাখ ২৩ হাজার টাকা

 ▪️ বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৯৯ হাজার টাকা

বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের পক্ষ:

 ▪️ প্যাকেজ ১: ৫ লাখ ১৮ হাজার টাকা

 ▪️ প্যাকেজ ২: ৫ লাখ ৮৫ হাজার টাকা

 ▪️ বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৭৫ হাজার টাকা

এছাড়া, ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি নির্ধারিত সরকারি প্যাকেজ রয়েছে, যার খরচ ৫,০৯,১৮৫ টাকা। এই প্যাকেজকে ভিত্তি ধরে এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারে।

সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন “আমরা এবারের হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সুবিধাজনক ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্য নিয়েই প্যাকেজ ঘোষণা করেছি। যাত্রীদের সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।”

সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার-সহ হাবের অন্যান্য নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ প্যাকেজ এখন তুলনামূলকভাবে স্পষ্ট, এবং যাত্রীরা তাদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন। তেলের দাম, সৌদি রিয়ালের বিনিময় হার এবং হজের দিনক্ষণ অনুযায়ী ভবিষ্যতে এই প্যাকেজে সামান্য পরিবর্তন আসতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে