ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভয়াবহ ঘটনায় আহমাদুল্লাহ ও আজহারীর হৃদয়বিদারক স্ট্যাটাস

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৮:০০:২২
ভয়াবহ ঘটনায় আহমাদুল্লাহ ও আজহারীর হৃদয়বিদারক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ এবং প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

শায়খ আহমাদুল্লাহর প্রতিক্রিয়া:

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শায়খ আহমাদুল্লাহ বলেন,“ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি— নিহতদের তিনি ক্ষমা করুন, শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।”

মাওলানা মিজানুর রহমান আজহারীর শোকবার্তা:

ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মাওলানা আজহারী তার ফেসবুক বার্তায় বলেন,“হে আল্লাহ! আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ভাই-বোনদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে দ্রুত সুস্থ করুন, তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে আমাদের হেফাজত করুন।”

এই মানবিক বার্তাগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। হাজারো মানুষ মন্তব্য ও শেয়ারের মাধ্যমে তাদের বার্তার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং আফগান জনগণের পাশে দাঁড়াতে দোয়া ও সহানুভূতির আহ্বান জানিয়েছেন।

গত রোববার (৩১ আগস্ট) গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬,ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল,আল জাজিরার তথ্যমতে, এখন পর্যন্ত ৮০০ জনের বেশি নিহত,বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি,ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জরুরি ত্রাণ সহযোগিতার আহ্বান জানিয়েছে। প্রচণ্ড ভূকম্পনের ফলে পার্বত্য অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের চরম সংকট দেখা দিয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি চিন্তাবিদ ও সাধারণ মুসলমানরা এই দুর্যোগে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। দোয়া, সহানুভূতি ও মানবিক সহায়তা এখন আফগানিস্তানের সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে