ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

যেভাবে ভারত সফরে রাজি করানো হলো মেসিকে

২০২৫ আগস্ট ১৬ ১৭:২১:১১
যেভাবে ভারত সফরে রাজি করানো হলো মেসিকে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবার আসছেন ভারত সফরে। ‘GOAT Tour of India 2025’ নামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে চারটি শহরে—কলকাতা, আহমদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। শুরু হবে ১২ ডিসেম্বর, কলকাতা থেকে।

কলকাতাভিত্তিক স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানালেন, এই সফরের পেছনে মূল ভূমিকা রেখেছে এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহো। গত বছর এই দুই তারকা ভারতে এসে যে আতিথেয়তা ও অভিজ্ঞতা পেয়েছেন, সেটি মেসিকে জানিয়েছেন ব্যক্তিগতভাবে।

“আমি মার্টিনেজ ও রোনালদিনহোর কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলাম মেসির সঙ্গে কথা বলতে, যাতে ভারতের ভালো দিকগুলো ওর কানে যায়,” — বলেন দত্ত।

শুধু বন্ধুদের অভিজ্ঞতা নয়, মেসিকে দেখানো হয় ২০১১ সালে আর্জেন্টিনার কলকাতা সফরের ভিডিও, যেখানে প্রথমবার তিনি দলনেতা হিসেবে মাঠে নামেন। সেইসঙ্গে কলকাতার এক দুর্গাপূজার মণ্ডপে তার বিশাল মুরালের ছবিও দেখানো হয়।

“ভিডিও দেখে মেসি বলেছিল—‘দারুণ! এটা আমার খুব প্রিয় স্মৃতি।’ তারপরই বললেন, ‘আগামী এক–দুই বছরের মধ্যে ভারত সফরের আইডিয়াটা দারুণ হবে।’” — জানান শতদ্রু দত্ত।

সফরের হাইলাইটস কী কী থাকছে?

সফরের চার শহর: কলকাতা, আহমদাবাদ, মুম্বাই, নয়াদিল্লি

শুরু: ১২ ডিসেম্বর ২০২৫ (কলকাতা)

বিশেষ প্রদর্শনী ম্যাচ, যেখানে অংশ নেবেন বলিউড তারকা ও ভারতীয় কিংবদন্তি অ্যাথলেটরা

ভালো মুডে থাকলে ক্রিকেট ব্যাট হাতেও দেখা যেতে পারে মেসিকে!

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে