ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

এবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন মোদি

২০২৫ আগস্ট ১৫ ১১:৩৮:০৯
এবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন মোদি

নিজস্ব প্রতিবেদক: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ার করে বলেন, “ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রু যদি আর কোনো দুঃসাহসিক কাজের চেষ্টা করে, তাহলে ভারতের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে।”

তিনি আরও বলেন, “ভারত সিদ্ধান্ত নিয়েছে—রক্ত ও পানি একসাথে প্রবাহিত হতে পারে না।”

সম্প্রতি সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসীম মুনির ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন। সেই প্রেক্ষিতেই নরেন্দ্র মোদীর এই বক্তব্য এসেছে। ভাষণে তিনি বলেন, “নয়াদিল্লি এখন আর পানিচুক্তিতে সম্মত নয়।”

মোদী বলেন, “সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের সঙ্গে অবিচার ছিল। ভারতের নদীগুলো থেকে পানি গিয়ে পাকিস্তান সেচ সুবিধা পাচ্ছে, অথচ আমাদের কৃষকরা সেই পানির থেকে বঞ্চিত। এখন সময় এসেছে—ভারতের ভাগের পানি কেবল ভারত ও ভারতের কৃষকদের অধিকারেই থাকবে।”

তিনি আরও বলেন, “কৃষকদের স্বার্থ এবং জাতীয় স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস ভারত করবে না।”

ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ‘সিন্ধু পানিচুক্তি’ স্বাক্ষরিত হয়। কিন্তু চলতি বছর ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।

মোদীর এই বক্তব্য দক্ষিণ এশিয়ায় নতুন করে পানি ও নিরাপত্তা-সংকটের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান এখন কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটিই এখন দেখার বিষয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে