ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

বছরের সর্বোচ্চ দামে ৭ কোম্পানির শেয়ার

২০২৫ আগস্ট ১৬ ১২:২৬:৩৫
বছরের সর্বোচ্চ দামে ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহের বৃহস্পতিবার (১৪ আগস্ট) শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ার বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। যেগুলো হলো—এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ স্টিল, জিকিউ বলপেন, আইএসএন, কেএন্ডকিউ, লিগ্যাসি ফুটওয়্যার ও সমতা লেদার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

দিন শেষে এসব কোম্পানির শেয়ারদর দাঁড়ায়—এশিয়াটিক ল্যাবরেটরিজ ৫১ টাকা ৭০ পয়সায়, ডমিনেজ স্টিল ১৪ টাকা ৮০ পয়সায়, জিকিউ বলপেন ২৮৬ টাকা ৪০ পয়সায়, আইএসএন ৪৯ টাকা ৩০ পয়সায়, কেএন্ডকিউ ৩৩২ টাকায়, লিগ্যাসি ফুটওয়্যার ৭০ টাকা ৮০ পয়সায় এবং সমতা লেদার ৯৬ টাকা ৭০ পয়সায়। যা গত এক বছরের মধ্যে কোম্পানিগুলোর সর্বোচ্চ ক্লোজিং প্রাইস।

এর আগে বছরের মধ্যে শেয়ারগুলোর সর্বনিম্ন দর নেমে গিয়েছিল যথাক্রমে—এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৭ টাকা ৮০ পয়সায়, ডমিনেজ স্টিল ৮ টাকা ২০ পয়সায়, জিকিউ বলপেন ১১২ টাকায়, আইএসএন ২৭ টাকায়, কেএন্ডকিউ ১৮২ টাকায়, লিগ্যাসি ফুটওয়্যার ৩২ টাকা ৯০ পয়সায় এবং সমতা লেদার ৩৫ টাকায়।

বিশ্লেষকদের মতে, এসব শেয়ারে দামের শক্তিশালী উত্থান বিনিয়োগকারীদের আস্থা ও কোম্পানিগুলোর সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত বহন করছে। বছরের মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের এই ব্যবধান বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য মুনাফার সুযোগ তৈরি করেছে।

তবে কোম্পানিগুলোর শেয়ার দামের উল্লম্ফন নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা রয়েছে। তাদের মতে, এ ধরনের উত্থানে অনেক সময় শেয়ার অতিমূল্যায়িত হয়ে পড়ে। তাই বিনিয়োগকারীদের উচিত প্রতিটি কোম্পানির আর্থিক অবস্থা, মৌলিক ভিত্তি ও বাজারের বাস্তবচিত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। যদিও ইতোমধ্যেই অনেক বিনিয়োগকারী এ রেকর্ডকে বাজারে ইতিবাচক ধারা হিসেবে দেখছেন, তবে সম্ভাব্য ঝুঁকি কোনভাবেই অস্বীকার করা যাবে না।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে