ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

যারা বাজার তুলেছিল, তারাই বাজার ঝরাচ্ছে

২০২৫ আগস্ট ১০ ১৭:০২:০৬
যারা বাজার তুলেছিল, তারাই বাজার ঝরাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: এর আগে তিন কর্মদিবসে টানা উত্থানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ২৩৮ পয়েন্ট। এরপর গত চার কর্মদিবস টানা পতন প্রবণতায় রয়েছে শেয়ারবাজার। এইচার কর্মদিবসে ডিএসইর সূচক কমেছে ১৮৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে মূল কারণ হলো সেই কোম্পানিগুলো, যেগুলো আগে বাজারকে শক্ত ভিত্তিতে তুলে ধরেছিল, এখন সেগুলোর শেয়ার দামেই বড় ধরনের সংকোচন দেখা দিচ্ছে। বিশেষ করে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), লাফার্জহোলসিম এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো—এই ব্লু চিপ কোম্পানিগুলোর শেয়ারগুলোই এখন ডিএসইর সূচক পতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজকের লেনদেনের মধ্যে শুধুমাত্র স্কয়ার ফার্মা সূচককে ৬.৭৫ পয়েন্ট কমিয়েছে, ব্র্যাক ব্যাংক ৪.৩৪ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ৪.২১ পয়েন্ট এবং বিএসসি ২.৮৮ পয়েন্ট কমিয়েছে। অর্থাৎ একক দিনে এই চার কোম্পানির পতন ডিএসই সূচক থেকে ১৮ পয়েন্টের বেশি সরিয়ে দিয়েছে।

এই ব্লু চিপ কোম্পানিগুলোর ধারাবাহিক মূল্যহ্রাস বাজারে নেতিবাচক প্রবণতা বাড়িয়ে দিয়েছে এবং অন্যান্য কোম্পানিও এতে প্রভাবিত হয়ে দ্রুত পতনের খাতায় নাম লেখিয়েছে। এর ফলে সামগ্রিক বাজারের আস্থা কমছে এবং বিনিয়োগকারীরা কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়েছে।

তবে বাজার বিশেষজ্ঞরা আশা করছেন, বাজার শিগগির ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় করবে। তারা বলছেন, কোম্পানিগুলোর বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলো থেকে সাময়িক মুনাফা তুলে নিয়েছেন। তাদের মুনাফা তোলার মাত্রা প্রায় শেষ। এখন কোম্পানিগুলোর শেয়ার ফের ঘুরে দাঁড়ানোর পালা। এরফলে সার্বিকভাবে বাজারেও ইতিবাচক প্রভাবণায় ফিরবে।

মিজান/নিজস্ব প্রতিবেদক: এর আগে তিন কর্মদিবসে টানা উত্থানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ২৩৮ পয়েন্ট। এরপর গত চার কর্মদিবস টানা পতন প্রবণতায় রয়েছে শেয়ারবাজার। এইচার কর্মদিবসে ডিএসইর সূচক কমেছে ১৮৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে মূল কারণ হলো সেই কোম্পানিগুলো, যেগুলো আগে বাজারকে শক্ত ভিত্তিতে তুলে ধরেছিল, এখন সেগুলোর শেয়ার দামেই বড় ধরনের সংকোচন দেখা দিচ্ছে। বিশেষ করে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), লাফার্জহোলসিম এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো—এই ব্লু চিপ কোম্পানিগুলোর শেয়ারগুলোই এখন ডিএসইর সূচক পতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজকের লেনদেনের মধ্যে শুধুমাত্র স্কয়ার ফার্মা সূচককে ৬.৭৫ পয়েন্ট কমিয়েছে, ব্র্যাক ব্যাংক ৪.৩৪ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ৪.২১ পয়েন্ট এবং বিএসসি ২.৮৮ পয়েন্ট কমিয়েছে। অর্থাৎ একক দিনে এই চার কোম্পানির পতন ডিএসই সূচক থেকে ১৮ পয়েন্টের বেশি সরিয়ে দিয়েছে।

এই ব্লু চিপ কোম্পানিগুলোর ধারাবাহিক মূল্যহ্রাস বাজারে নেতিবাচক প্রবণতা বাড়িয়ে দিয়েছে এবং অন্যান্য কোম্পানিও এতে প্রভাবিত হয়ে দ্রুত পতনের খাতায় নাম লেখিয়েছে। এর ফলে সামগ্রিক বাজারের আস্থা কমছে এবং বিনিয়োগকারীরা কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়েছে।

তবে বাজার বিশেষজ্ঞরা আশা করছেন, বাজার শিগগির ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় করবে। তারা বলছেন, কোম্পানিগুলোর বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলো থেকে সাময়িক মুনাফা তুলে নিয়েছেন। তাদের মুনাফা তোলার মাত্রা প্রায় শেষ। এখন কোম্পানিগুলোর শেয়ার ফের ঘুরে দাঁড়ানোর পালা। এরফলে সার্বিকভাবে বাজারেও ইতিবাচক প্রভাবণায় ফিরবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে