ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

ছাত্রলীগ নেতার ‘সতর্কবার্তা’, সরে গেলো আর্টসেল

২০২৫ আগস্ট ১৫ ১৫:৫০:৫৫
ছাত্রলীগ নেতার ‘সতর্কবার্তা’, সরে গেলো আর্টসেল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শুক্রবার অনুষ্ঠিতব্য ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ কনসার্ট থেকে জনপ্রিয় সংগীত ব্যান্ড আর্টসেল নিজেদের প্রত্যাহার করেছে। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের ফেসবুকে দেওয়া হুমকি ও ই-মেইল বার্তা।

গতকাল বৃহস্পতিবার গালিবের পাঠানো একটি ইংরেজি ই-মেইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি আর্টসেলকে সতর্ক করে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ দিবস, যা শোক ও শ্রদ্ধার দিন; কোনো উৎসবের দিন নয়। “৩৬ জুলাই মুক্তির উৎসব” শিরোনামের কনসার্ট আয়োজন জাতীয় শোক দিবসের প্রতি অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্য।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘অনুষ্ঠান বাতিল না হলে সামাজিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তীব্র হবে এবং তা আয়োজকদের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। “বঙ্গবন্ধুর সৈনিকরা” এ ধরনের অসম্মানের জবাব রাজপথেই দেয়।’

এর পর রাতে আর্টসেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ‘অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাবি কনসার্টে অংশগ্রহণ করছি না।’

গালিব পরে ফেসবুকে আর্টসেলের সিদ্ধান্তকে প্রশংসা করে বলেন, ‘এ পদক্ষেপ জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধের পরিচায়ক।’

এ বিষয়ে ‘মুক্তির উৎসব’ আয়োজক কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘কোনো আলাপ ছাড়াই তারা প্রোগ্রাম বাতিলের ঘোষণা দিয়েছেন। আমরা পূর্বে তাদের সাথে আলাপ করে দ্বিতীয় তারিখ দিয়েছিলাম। অবশ্যই আর্টসেলকে পুরো আয়োজনের ক্ষতিপূরণ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠান হবে বলেই ঘোষণা দিয়েছি। আর্টসেল না আসলেও জনপ্রিয় দুটি ব্যান্ড আমাদের পাশে দাঁড়িয়েছে এবং অনুষ্ঠান চলবে।’

উল্লেখ্য, এই কনসার্টটি মূলত ৫ আগস্ট হওয়ার কথা ছিল। তবে সাবেক সমন্বয়ক আম্মার সংগ্রহকৃত ৭৬ লাখ টাকা অনুদানের চিঠি ফাঁস হওয়ার পর সমালোচনার মুখে কনসার্ট স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আম্মার নিশ্চিত করেন, ১৫ আগস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে