ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল

২০২৫ আগস্ট ১৫ ১৬:৪৮:২০
কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল

নিজস্ব প্রতিবেদক: নির্মাতা ভিকি জাহেদ ফিরছেন নতুন হরর-থ্রিলার নাটক ‘খোয়াবনামা’ নিয়ে। সম্প্রতি নাটকটির পোস্টার প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে—একটি কবরে শুয়ে আছে লাশ, আর চারপাশে ছড়িয়ে আছে সাপ। পোস্টারটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও আতঙ্ক।

এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। তবে নাটকটি শুধু কনসেপ্টেই নয়, শুটিংয়েও ছিল দুঃসাহসিক। অভিজ্ঞতার কথা জানিয়ে তৌসিফ বলেন,“ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দেওয়া হয়েছিল। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, আমি ছিলাম লাশের চরিত্রে—মানে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারতাম না।”

তিনি আরও বলেন,“রাত ৩টায় আমাকে কবরে শোয়ানো হয়। মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যুর। আমি একটা লাশ হয়ে কবরে শুয়ে আছি, বাইরে থেকে মানুষজন তাকিয়ে দেখছে। ভাবছিলাম—একদিন আমাকেও তো সত্যিই এভাবে কবরে শোয়ানো হবে। এই বাস্তবতা কল্পনা করেও গা ছমছম করে।”

তৌসিফের ভাষ্যমতে, শুটিংয়ের সময় ইউনিট সদস্যরা দূরে ছিলেন। কেবল সাপ নিয়ন্ত্রণকারী ‘বেদিনি’ ছিলেন তার পাশে।

“সাপগুলো কেউ ঘাড়ের ওপর দিয়ে যাচ্ছিল, কেউ বুকে উঠে পড়ছিল, কেউ মুখের পাশে। কিন্তু আমি যদি ভয় পেয়ে যেতাম, তবুও ওগুলো সরাতে পারতাম না, কারণ আমি ছিলাম ‘লাশ’। আক্রমণ করলেও রক্ষা করার উপায় ছিল না। ভয় জয় করে অভিনয় করতে হয়েছে।”

অনেকে মনে করছেন এসব দৃশ্য গ্রাফিকসে তৈরি। তবে তৌসিফ তা সরাসরি অস্বীকার করেছেন।

“কেউ কেউ বলছে এটা নাকি গ্রাফিক্স। আমি বলছি—সত্যিকারের সাপ দিয়েই শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও প্রমাণ আছে, চাইলে দেখাতে পারি।”

নাটকটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদের ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোচনার ঝড়। তার আগের কাজগুলোর মতোই ‘খোয়াবনামা’ নিয়েও দর্শকের প্রত্যাশা আকাশচুম্বী।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে