ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

অবশেষে ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

২০২৫ আগস্ট ১০ ০০:২০:১৫
অবশেষে ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ খবরে ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবনের আশায় নতুন উদ্দীপনা দেখা দিয়েছে ভারতের ব্যবসায়ী মহলে।

তথ্য অনুযায়ী, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছরের মধ্যে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, এমনকি অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তনে বাধ্য হন।

বিশেষ করে কলকাতার নিউমার্কেট এলাকা, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরের বড় হাসপাতাল, হোটেল, পরিবহন এবং খুচরা ব্যবসা বাংলাদেশি ক্রেতা ও রোগীর ওপর নির্ভরশীল হওয়ায় মারাত্মক ক্ষতির শিকার হয়।

তবে ভিসানীতি সহজ হওয়ায় আবারও বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস, এ পদক্ষেপ দ্রুতই সংকট কাটিয়ে ব্যবসা-বাণিজ্যকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে।

একই আশাবাদ প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল মালিক, মুদ্রা বিনিময়কারী, পরিবহন উদ্যোক্তা থেকে শুরু করে পোশাক ও খাদ্যপণ্য ব্যবসায়ীরাও। তারা চান, ধর্ম, রাজনীতি ও বিভাজনের ঊর্ধ্বে উঠে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হোক এবং একে অপরের অর্থনীতির পরিপূরক হয়ে উঠুক।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে