ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

নারী ফুটবলারদের ‘পাঙ্গাশ মাছ’ বিতর্ক

২০২৫ আগস্ট ১২ ১১:১৯:৫৯
নারী ফুটবলারদের ‘পাঙ্গাশ মাছ’ বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : দেশের নারী ফুটবলাররা যখন একের পর এক সাফল্য এনে দিচ্ছেন, তখন তাদের পুষ্টি ও খাদ্য সংক্রান্ত অভিযোগ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে নারী ফুটবলারদের ‘পাঙ্গাশ মাছ’ খাওয়ানো হয়, যা পুষ্টিহীন বলে ধরা হয় অনেকের কাছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, জাতীয় দলের নারী ফুটবলারদের জন্য নির্ধারিত খাবার পরিকল্পিত ডায়েট চার্ট অনুযায়ী নির্ধারণ করা হয়, যা পেশাদার পুষ্টিবিদের পরামর্শে তৈরি।

সোমবার সংবাদমাধ্যমকে কিরণ বলেন,“অনেকেই বলেন আমরা নাকি পাঙ্গাশ মাছ খাই। এক দিনও পাঙ্গাশ মাছ খাওয়ানো হয় না। মেয়েরা যদি ঠিকভাবে না খায়, তাহলে তো মাঠে ৯০ মিনিট খেলতেই পারবে না। পুষ্টিহীনতার অভিযোগ আমি মানি না।”

তিনি আরও বলেন,“খাবারের তালিকায় থাকে রুই মাছ, মুরগি, গরুর মাংস, খাসির মাংস ও ডিম। মেয়েরা চাইলে মাঝে মাঝে ইলিশ ও পাবদাও দেয়া হয়। এসব সুষম খাদ্য দিয়েই ক্যাম্প পরিচালিত হয়। তাহলে কেন এমন মিথ্যা প্রচার করা হচ্ছে?”

তবে নারী দলের প্রধান কোচ পিটার বাটলার একাধিকবার মেয়েদের পুষ্টির ঘাটতি নিয়ে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে কিরণ বলেন,“মেয়েরা যেভাবে একটানা ৯০ মিনিট খেলছে, তাতে স্পষ্ট বোঝা যায় তারা পুষ্টিহীন নয়। কিন্তু ছোটবেলার পুষ্টিগত ঘাটতি তো আমরা কাটাতে পারি না।”

সম্প্রতি লাওসে একটি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে খাবারজনিত সমস্যায় পড়েছিলেন নারী ফুটবলাররা। কিরণ জানান,“প্রতিটি দেশের খাবার আলাদা হয়। লাওসের খাবার আমাদের মেয়েদের জন্য উপযোগী ছিল না। তারা দুর্বল হয়ে পড়ছিল। তাই স্থানীয় বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে সমস্যা সমাধান করা হয়।”

দেশের নারী ফুটবল দল সাম্প্রতিক বছরগুলোতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। টানা দু’বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী দল। কিন্তু এই অর্জনের পেছনে থাকা খেলোয়াড়দের যত্ন ও পুষ্টি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, যা সংশ্লিষ্টদের আরও মনোযোগী হওয়ার আহ্বান হিসেবেই দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে