ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

২০২৫ আগস্ট ১৬ ০৯:১৫:৫০
ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার কারণে আজ (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতিতে নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ধর্মীয় অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন থাকায় কিছু সড়কে সাময়িক যানজট দেখা দিতে পারে।

শোভাযাত্রার রুট:

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ পলাশী বাজার ⇔ জগন্নাথ হল ⇔ কেন্দ্রীয় শহীদ মিনার ⇔ দোয়েল চত্বর ⇔ হাইকোর্ট ⇔ বঙ্গবাজার ⇔ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন ⇔ গোলাপশাহ মাজার ⇔ গুলিস্তান মোড় ⇔ নবাবপুর রোড ⇔ রায় সাহেব বাজার মোড় ⇔ বাহাদুর শাহ্ পার্ক।

ডিএমপির নির্দেশনা:

১. শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৩. শোভাযাত্রায় শুরু থেকেই অংশগ্রহণ করতে হবে, মাঝপথে যোগ দেওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হাতব্যাগ, ট্রলি, বড় ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো বস্তু বহন নিষিদ্ধ।

৫. শোভাযাত্রা চলাকালীন ফলমূল ছোড়া যাবে না।

৬. রাস্তায় অপ্রয়োজনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানাতে হবে।

৮. অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।

শোভাযাত্রার সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে ডিএমপি জানিয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে