ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

ধানমন্ডি ৩২ নম্বরে চলছে ‘কিলার হাসিনা’

২০২৫ আগস্ট ১৫ ১৭:৫৯:৪২
ধানমন্ডি ৩২ নম্বরে চলছে ‘কিলার হাসিনা’

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে কোনো স্মরণোৎসব বা আনুষ্ঠানিক আয়োজন নেই। বরং সেখানে বঙ্গবন্ধুর বাড়ির সামনে বিভিন্ন গান বাজানো হচ্ছে এবং ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও দেখানো হচ্ছে।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের বিরতির পর দুপুর ২:৩৫ মিনিটে সাউন্ড বক্স থেকে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’সহ বিভিন্ন গান চালু করা হয়। ‘কিলার হাসিনা’ গানটি ২০২২ সালে অর্জুন কুমার ও তুলশী কুমারের লেখা, যা ভারতীয় একটি চলচ্চিত্রের গান।

এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে জনরোষের মুখে পড়ে আজিজুর নামের এক রিকশাচালক। তিনি জানান, তিনি কোনো দল করেন না, কেবল বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং শ্রদ্ধা জানাতে নিজের উপার্জনের টাকা দিয়ে ফুল কিনেছিলেন।

সেখানকার পরিস্থিতি নাজুক থাকায় পুলিশের পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষকে প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে, শুধুমাত্র গণমাধ্যমকর্মীরা ঢুকতে পারেন।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে দায়িত্ব পালন করছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে