ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

ভারত ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন ধাক্কা

২০২৫ আগস্ট ১০ ১৬:৫২:১৫
ভারত ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি প্রায় দ্বিগুণ করেছে। রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ভারতের ভিসার আবেদন প্রক্রিয়াকরণ ফি হবে ১,৫০০ টাকা (সব খরচসহ), যা আগে ছিল ৮২৪ টাকা।

তবে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ভিসা ফি গ্রহণ করে না। এই নতুন চার্জটি কেবল ভিসা প্রক্রিয়ার জন্য আইভ্যাক-এর সার্ভিস চার্জ হিসেবে প্রযোজ্য।

আইভ্যাক-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই ফি বাড়ানো হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম এই ফি হালনাগাদ করা হলো। সেবার মান ও অবকাঠামো উন্নত রাখতে এটি জরুরি ছিল বলে জানানো হয়।

গত এক বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতের সাধারণ ভিসা কার্যক্রম আসলে বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা, ছাত্রছাত্রী এবং তৃতীয় দেশে ভ্রমণরত কর্মীদের জন্য সীমিতসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই সীমিত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। তবে এ ধরনের ভ্রমণের জন্য অবশ্যই বিদেশি দূতাবাসের পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে