ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

নারী ফুটবলারের রগ কাটার অভিযোগে মুখ খুলল প্রেস উইং

২০২৫ জুলাই ২৫ ১৫:৫৯:৩৪
নারী ফুটবলারের রগ কাটার অভিযোগে মুখ খুলল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক দাবিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী “নারীদের ফুটবল খেলা হারাম” বলে নারী ফুটবলার পারভিন সুলতানার উপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে। অভিযোগে বলা হয়, ড. ইউনুসের শাসনামলে উগ্রপন্থার উত্থান ঘটেছে।

তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে জানা গেছে, ১৪ এপ্রিল মহেশখালীতে বিএনপি কর্মী আব্দুর রশিদ (৫০) রাজনৈতিক বিরোধের জেরে নিহত হন। এই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা অমিত হাসানের সঙ্গে বিতর্ক ও পরে সংঘর্ষের সূত্রে উত্তেজিত জনতা পারভিনের পরিবারের উপর হামলা চালায়।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, "এই হামলার সঙ্গে ধর্মীয় উগ্রবাদের কোনো সম্পর্ক নেই। পারভিনের রগ কাটার দাবি সম্পূর্ণ মিথ্যা। পরিবার যে মামলা করেছে, তাতেও রগ কাটার কোনো উল্লেখ নেই, শুধু ভাঙচুরের কথা বলা হয়েছে।"

ঘটনার পর পারভিনের দুই ভাই—কামরুল হাসান (রোমা) ও হেলাল উদ্দিন—কে গ্রেপ্তার করা হয়েছে। পারভিন ও তার আরেক ভাই পলাতক রয়েছেন।

স্থানীয় একজন সাংবাদিক জানান, পারভিন মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে "রগ কাটার" ভুয়া দাবি করেন। এ দাবি ধর্মীয় হামলা হিসেবে ভুলভাবে ছড়ানো হচ্ছে।

নারী ফুটবলার পারভিন সুলতানার পায়ের রগ কেটে দেওয়ার ঘটনাটি সত্য নয় এবং ধর্মীয় উগ্রবাদ সংক্রান্ত কোনো প্রমাণ নেই। বিষয়টি রাজনৈতিক বিরোধ ও স্থানীয় সহিংসতা থেকে উদ্ভূত। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের দায়িত্বহীন আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে