ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

সেই চীনা নাগরিকের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

২০২৫ আগস্ট ১১ ২০:২৪:০২
সেই চীনা নাগরিকের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার একটি রেলস্টেশনে নিজের মোবাইল ফোন ‘হারিয়ে’ এক চীনা নাগরিকের আর্তনাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিদেশি ওই নাগরিক প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু যাত্রীর দিকে তাকিয়ে মোবাইল ফোন সংক্রান্ত কিছু বলছেন। তার আশপাশে তখন জনসাধারণের ভিড় লক্ষ্য করা যায়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান,“কিছু চীনা নাগরিক প্রায়ই ট্রেনের ছাদে উঠে ভিডিও বা ব্লগ করেন। তাদের বহুবার সতর্ক করা হয়েছে। আমাদের ধারণা, ওই ব্যক্তি ছাদে উঠেই ভিডিও করছিলেন এবং সে সময়ই মোবাইল ফোনটি খোয়া যায়।”

ওসি আরও বলেন,“কেউ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। আমরা ভিডিও দেখে বিষয়টি সম্পর্কে জানতে পারি।”

ঘটনার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। বিমানবন্দর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় দেওয়া এক প্রতিক্রিয়ায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বলেন,“ওই ব্যক্তি চীনের নাগরিক এবং তিনি শ্রীলংকার কলম্বো যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর থেকে ট্রেনে উঠে এয়ারপোর্ট স্টেশনে নামেন। সেখানেই তিনি দেখতে পান যে, তার মোবাইল ফোন খোয়া গেছে।”

তিনি আরও জানান,“মোবাইলটি ঠিক কোথায় খোয়া গেছে—ট্রেনে ওঠার আগে, ট্রেন চলাকালে, না কি নেমে যাওয়ার পর—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।”

এদিকে, দিনে-দুপুরে এক বিদেশি নাগরিকের মোবাইল ফোন খোয়া যাওয়া এবং তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে