ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা

২০২৫ আগস্ট ১৫ ১৭:৪৫:৩৫
সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১০ আগস্ট থেকে ১৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা।

শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ৪৭ শতাংশ বা ৩ হাজার ৩৯৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৭ দশমিক ৮২ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২৩ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৭ দশমিক ২৬ পয়েন্ট বা ০ দশমিক ৬২ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪৪৫ কোটি ৯৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৪৫ কোটি ৫০ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১৯৯ কোটি ৫৬ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২২২ কোটি ১৯ লাখ টাকা বা ২৪ দশমিক ৩৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ১৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯১১ কোটি ৩৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টি কোম্পানির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে