ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

কোহলি-ডি ভিলিয়ার্সের কল পেলেন মুদি দোকানি!

২০২৫ আগস্ট ১১ ১১:১৭:০৭
কোহলি-ডি ভিলিয়ার্সের কল পেলেন মুদি দোকানি!

নিজস্ব প্রতিবেদক : একটি সাধারণ সিমকার্ড কিনে রাতারাতি শিরোনামে উঠে এসেছেন ভারতের ছত্তিশগড়ের এক মুদি দোকানি। কারণ, সেই সিমেই একদিন ব্যবহার হতো ভারতীয় ক্রিকেটার রজত পতিদার-এর নামে। ফলাফল? হঠাৎ করেই বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সসহ একঝাঁক ক্রিকেট তারকার ফোন পান ওই মুদি দোকানি মানিশ বিসি।

ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের গারিয়াবাদ জেলার মাদাগাঁও গ্রামে। ২১ বছর বয়সী মুদি দোকানি মানিশ বিসি গত জুনের শেষ দিকে দেবভোগের একটি মোবাইল দোকান থেকে একটি নতুন সিমকার্ড কেনেন। বন্ধু খেমরাজের সহায়তায় হোয়াটসঅ্যাপে সিমটি চালু করেন মানিশ।

প্রথমে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেখা যায় এক অপরিচিত যুবকের ছবি। পরে জানা যায়, সেই ব্যক্তি আসলে ভারতীয় ক্রিকেটার রজত পতিদার। প্রথমে সেটিকে প্রযুক্তিগত ভুল ভেবে এড়িয়ে গেলেও, পরিস্থিতি বদলায় কিছুদিন পর।

হোয়াটসঅ্যাপে একে একে কল আসতে শুরু করে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহীপাল লোমরর, দয়ালসহ একাধিক আইপিএল তারকার কাছ থেকে। তারা প্রত্যেকেই কল করে মানিশকে “রজত” বলে সম্বোধন করছিলেন।

প্রথমে মানিশ ও খেমরাজ ভাবেন, কেউ হয়তো মজা করছে। প্রায় ১৫ দিন তারা ফোনে কথাও বলেন, কৌতূহল ও উত্তেজনায় ভরা অবস্থায়।

আসল রজত পতিদার পুরনো সিমটি আর ব্যবহার করতে না পেরে বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ সাইবার সেলে অভিযোগ করেন। পরে ছত্তিশগড়ের গারিয়াবাদ জেলার পুলিশ তদন্ত শুরু করে এবং দেবভোগ গ্রাম থেকে সিমটি উদ্ধার করে রজত পতিদারকে ফেরত দেয়।

পুলিশ সুপার নিখিল রাখেচা জানান:“সিম নম্বরটি ছয় মাস অব্যবহৃত থাকার কারণে সেটি কোম্পানি পুনরায় বরাদ্দ করে। এভাবেই তা মানিশের হাতে চলে যায়।”

ঘটনাটি নিয়ে মানিশ বলেন,“আমি বিরাট কোহলির বিশাল ভক্ত। ভাবতেই পারিনি, তিনি একদিন আমার ফোনে কল করবেন—even ভুল করে হলেও!”

তার বন্ধু খেমরাজ বলেন,“রজত পতিদার যদি একদিন আমাদের সঙ্গে দেখা করেন, তবে এই অভিজ্ঞতা চিরজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

রজত পতিদার মূলত মধ্যপ্রদেশের ঘরোয়া দলের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ থাকাটাই এই অদ্ভুত ঘটনার সূত্রপাত ঘটায়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে