ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

৩ দিনে ফেরত ৩০০ বাংলাদেশি

২০২৫ আগস্ট ১৬ ১০:২৯:১৪
৩ দিনে ফেরত ৩০০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফের আটকে দেওয়া হয়েছে ৯৮ জন বাংলাদেশিকে। ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে শুক্রবার (১৫ আগস্ট) তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থা (Aksem - AKSEM) শুক্রবার রাত ১টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল ১-এ অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করে কর্তৃপক্ষ।

এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস— যেমন:রিটার্ন টিকিট,হোটেল বুকিং পর্যাপ্ত অর্থের প্রমাণদেখাতে ব্যর্থ হন।

একেপিএস এর বিবৃতিতে বলা হয়, তারা খুব সম্ভবত ট্যুরিস্ট ভিসায় এসে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও বসবাসের চেষ্টা করছিলেন। সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ চলবে।

এর আগে গত ১২ ও ১৩ আগস্ট একইভাবে আরও ২০৪ বাংলাদেশি-কে ফিরিয়ে দেয় মালয়েশিয়া।বাংলাদেশিরা সাধারণত পর্যটন ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে থাকেন।কিন্তু যথাযথ কাগজপত্র না থাকলে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ‘No To Land (NTL)’ নোটিশ দিয়ে ফিরিয়ে দেয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে