ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ছুটির দিনে কৃষি ব্যাংকের লকার ভেঙে টাকা লুট!

২০২৫ আগস্ট ১৬ ১০:৩৯:০১
ছুটির দিনে কৃষি ব্যাংকের লকার ভেঙে টাকা লুট!

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় অবস্থিত একটি কৃষি ব্যাংক শাখার লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান,“বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর শুক্রবার রাতে ব্যাংকের মূল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান নিরাপত্তা প্রহরী। এরপর স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।"

পুলিশ জানায়, রাতে ব্যাংকে কোনো প্রহরী উপস্থিত ছিল না। এই সুযোগেই দুর্বৃত্তরা লকারের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রায় ১৬ লাখ টাকা লুটের কথা জানানো হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের সিসিটিভি ফুটেজ ও আশপাশের দোকানের ভিডিও সংগ্রহ করেছে। ওসি বলেন,“ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে। চুরি যারা করেছে, তারা পেশাদার চক্র বলে ধারণা করা হচ্ছে।”

তাৎক্ষণিকভাবে ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ সম্ভব হয়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে