ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

পুতিনের মাথার উপর বোমারু বিমান, ভয় দেখালেন’ ট্রাম্প

২০২৫ আগস্ট ১৬ ১৪:৫৩:২০
পুতিনের মাথার উপর বোমারু বিমান, ভয় দেখালেন’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আলাস্কায় শুক্রবার (১৫ আগস্ট) এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দেয় যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বৈঠকের উদ্দেশ্যে লালগালিচা ধরে হাঁটছিলেন, তখন হঠাৎই আকাশে গর্জে ওঠে মার্কিন বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এর সঙ্গে উড়ে যায় আরও কয়েকটি যুদ্ধবিমান। ইউক্রেন যুদ্ধকে ঘিরে অনুষ্ঠিত ওই গুরুত্বপূর্ণ বৈঠকের সময় এই সামরিক প্রদর্শন যুক্তরাষ্ট্রের শক্তির বার্তা বহন করেছিল বলে বিশ্লেষকরা মনে করছেন।

ভাইরাল ভিডিওর দৃশ্য

২২ সেকেন্ডের একটি ভিডিওতে মুহূর্তটি ধরা পড়ে। দেখা যায়, আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে দুই প্রেসিডেন্ট পাশাপাশি হাঁটছেন। ঠিক সেই সময় মাথার ওপর দিয়ে বি-২ বোমারু ও অন্যান্য যুদ্ধবিমান উড়ে যায়। ভিডিওতে পুতিনকে আকাশের দিকে তাকাতে দেখা গেছে।

বিশ্বের ব্যয়বহুল যুদ্ধবিমান

বি-২ বোমারু বিমান বিশ্বের সবচেয়ে দামি সামরিক উড়োজাহাজ। নর্থরপ গ্রুম্যান কোম্পানির তৈরি এই বিমানের প্রতিটির দাম প্রায় ২০১ কোটি মার্কিন ডলার। ১৯৮০–এর দশকের শেষ দিকে উৎপাদন শুরু হলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর সংখ্যা সীমিত করে মাত্র ২১টি বিমান তৈরি করা হয়।

দীর্ঘপাল্লার সক্ষমতা

এই স্টেলথ বোমারু বিমান জ্বালানি ছাড়া একটানা ৬ হাজার নটিক্যাল মাইল (১১ হাজার ১১২ কিলোমিটার) উড়তে পারে। জ্বালানি ভরলে পৃথিবীর যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্র মিজৌরি থেকে উড্ডয়ন করে আফগানিস্তান, লিবিয়া ও ইরানের মতো দীর্ঘ মিশনে এর সফল ব্যবহার করেছে।

ভয়ঙ্কর ধ্বংসক্ষমতা

বি-২ সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহন করতে পারে। এর ভাণ্ডারে থাকতে পারে ১৬টি পর্যন্ত বি-৮৩ পারমাণবিক বোমা বা বিশাল ৩০ হাজার পাউন্ডের ‘বাংকার বাস্টার’। ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য এই অস্ত্র ব্যবহৃত হয়। চলতি বছরের জুনে ইরানের ফোর্দো গবেষণাকেন্দ্রে যুক্তরাষ্ট্র এই বিমানের মাধ্যমে ছয়টি বাংকারবিধ্বংসী বোমা নিক্ষেপ করেছিল।

অদৃশ্য যুদ্ধযান

শুধু দুজন পাইলট দিয়েই এই যুদ্ধবিমান চালানো যায়। উন্নত অটোমেশন সিস্টেমের কারণে এর কার্যক্ষমতা তুলনাহীন। সবচেয়ে বড় সুবিধা হলো, এটি কার্যত শত্রুর রাডারে ধরা পড়ে না। এর রাডার প্রতিচ্ছবি এত ক্ষুদ্র যে, বলা হয় সেটি একটি ছোট্ট পাখির সমান। ফলে অদৃশ্য থেকে টার্গেট ভেদে অনন্য হয়ে উঠেছে বি-২।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে