ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

‘জনগণ নির্বাচনমুখী থাকলে নির্বাচন পেছানোর সুযোগ নেই’

২০২৫ আগস্ট ১৬ ১৪:৪৮:২৫
‘জনগণ নির্বাচনমুখী থাকলে নির্বাচন পেছানোর সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণ যখন নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে, তখন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতার উৎস জনগণ। তাই মানুষ নির্বাচনে আগ্রহী হলে কাউকেই তা ঠেকানো সম্ভব নয়।

এর আগে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি কৃষি মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় দোকানিদের সঙ্গে কথা বলে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং পলিথিন বর্জনের আহ্বান জানান।

চাঁদাবাজি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। প্রচুর আলুর মজুত থাকলেও পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বাড়ছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভ করছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে