ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিতর্কিত নির্বাচন দেশকে অনিশ্চিত পথে ঠেলে দেবে: সালাহউদ্দিন

২০২৫ আগস্ট ১৬ ১৪:৫৯:৪০
বিতর্কিত নির্বাচন দেশকে অনিশ্চিত পথে ঠেলে দেবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেছেন, এবারের নির্বাচনও যদি বিতর্কিত হয়, তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজ যারা গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা তৈরি করছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো নিজের স্বার্থে বিভিন্ন জটিলতা সৃষ্টি করে নির্বাচনের সময় বিলম্ব বা ব্যাহত করতে চাইছে। কিন্তু দেশের মানুষ সর্বদা ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক ভোটাধিকারের প্রয়োগে অটল।”

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনার ওপর ভিত্তি করে চলছে। “খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।”

নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারিও দেন সালাহউদ্দিন। তিনি বলেন, “যারা নির্বাচন বিলম্বের জন্য নানা ধরনের যুক্তি তুলে ধরে, তারা গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছে। তাদের বিরুদ্ধে দেশের জনগণ দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে।”

আলোচনা সভায় যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, মহানগর উত্তর যুবদল শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক সাজ্জাদুল মিরাজ প্রমুখ।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে