ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

হঠাৎ কিস ক্যামে ধরা পড়লেন লিও মেসি

২০২৫ জুলাই ২৯ ১২:০৮:১৬
হঠাৎ কিস ক্যামে ধরা পড়লেন লিও মেসি

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর কনসার্টে গিয়ে আলোচনায় এলেন লিওনেল মেসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা। সেখানেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন তিনি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

এর আগে আলোচনায় ছিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনমার-এর সিইও অ্যান্ডি বায়রন। স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে কনসার্টে গিয়েছিলেন তিনি। ‘কিস ক্যাম’-এ ধরা পড়ার পর পুরো ঘটনাটি ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আলোচনার রেশ না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে এলেন মেসি।

কনসার্টে মেসি উপস্থিত ছিলেন স্ত্রী আন্তোনেলা এবং তাদের তিন সন্তানসহ। তারা প্রাইভেট সুইটে বসে কনসার্ট উপভোগ করছিলেন। অনুষ্ঠান চলাকালীন একপর্যায়ে ‘কিস ক্যাম’ তাদের দিকে তাক করে, আর জায়ান্ট স্ক্রিনে দেখা যায় হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়ছেন এই দম্পতি।

গোটা স্টেডিয়াম তখন ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। কোল্ডপ্লে ফ্রন্টম্যান ক্রিস মার্টিন মেসিকে দেখে নিজেই মুগ্ধতা প্রকাশ করেন মাইক্রোফোনে। বলেন,“আজকে আপনি আমাদের পারফরম্যান্স দেখতে এসেছেন, এজন্য ধন্যবাদ। আপনি সর্বকালের সেরা তারকা।”

কোল্ডপ্লের ‘কিস ক্যাম’ নিয়ে আগেই নানা আলোচনার জন্ম হয়েছিল। তবে মেসি ও আন্তোনেলার মুহূর্তটি ছিল একেবারেই পারিবারিক, ভালোবাসাময় এবং স্টেডিয়ামে উপস্থিত সবাই তা উপভোগ করেন।

ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে