ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

প্রেমিকার দ্বন্দ্বে দুই তারকা ফুটবলারের বন্ধুত্বে ঠাণ্ডা যুদ্ধ

২০২৫ আগস্ট ০৯ ১৪:৩২:৪৭
প্রেমিকার দ্বন্দ্বে দুই তারকা ফুটবলারের বন্ধুত্বে ঠাণ্ডা যুদ্ধ

ক্রীড়া প্রতিবেদক: বার্সেলোনার মাঠের বাইরেও এখন চলছে এক অদ্ভুত নাটক—দলের দুই তরুণ মিডফিল্ডার গাভি ও ফারমিন লোপেজের বন্ধুত্বে নেমে এসেছে ঠাণ্ডা যুদ্ধ। ক্লাবের অ্যাকাডেমিতে একসঙ্গে বেড়ে ওঠা এই দুই খেলোয়াড়ের দ্বন্দ্বের নেপথ্যে রয়েছেন তাদের প্রেমিকারা।

ইতালীয় পত্রিকা কোরেরে দেল্লো স্পোর্ত–এর বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, গাভির প্রেমিকা আনা পেলায়ো ও ফারমিনের প্রেমিকা বার্থা গায়ার্দো—দুজনই সেভিয়া শহরের পরিচিত ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে অপমানজনক মন্তব্য করার মাধ্যমেই শুরু হয় তাদের বিরোধ, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দুই ফুটবলারের সম্পর্কেও।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ফারমিন ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দেন—"খারাপ মানুষ কখনো জেতে না। যারা সত্য এড়িয়ে চলে বা বিশ্বাসঘাতকতাকে জীবনের অংশ বানায়, তারা প্রতিদিন হারে। কারণ প্রতিদিন সকালে তারা যে মুখোশ পরে, একসময় সেটি খুলে যায়, আর আসল চেহারা প্রকাশ পায়।"পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। অনেকেই মনে করেন, এটি গাভি ও তার প্রেমিকা আনাকে উদ্দেশ করে লেখা হয়েছিল। এমনকি ৫ আগস্ট গাভির জন্মদিনে ফারমিন কোনো শুভেচ্ছা না জানানোও সেই টানাপোড়েনের প্রমাণ হিসেবে ধরা হয়।

মিডিয়া রিপোর্টে আরও বলা হয়েছে, বার্থার এক বান্ধবী জাহারা গাভির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগ থেকেই তার প্রতি আগ্রহী ছিলেন। গাভি ও আনা একসঙ্গে থাকার ঘোষণা দেওয়ার পর জাহারা আনাকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক একটি টিকটক ভিডিও পোস্ট করেন। গাভি ও আনা ভিডিওটিতে কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় বিষয়টি অসম্মান হিসেবে দেখা হয়।

একসময় ফারমিন ও বার্থা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন, বিশেষ করে ডমিনিকান রিপাবলিকে ছুটি কাটিয়ে ফেরার পর। তখন ধারণা করা হয়েছিল, তারা বিচ্ছেদে গেছেন। তবে কিছুদিন পরই তারা আবার একসঙ্গে হয়ে যান।

গাভি ও ফারমিন এখনো প্রকাশ্যে এই প্রসঙ্গে কিছু বলেননি। তবে স্পষ্ট, এই অফফিল্ড দ্বন্দ্ব মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে